দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: জেলার তিন গুণিজনকে সাহিত্য ও সংস্কৃতির নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা জানানো হয়েছে। সোমবার রাতে মেঠোসুর নামে একটি ব্রতচারী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। সম্মাননাপ্রাপ্ত তিন গুণিজন হলেন- শতদল সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা আলী আসকার খান পাঠান সিন্টু, বাউলসাধক সিরাজ উদ্দিন খান পাঠান ও সুফি কবি এনামূল হক পলাশ।

জেলা সদরের বকুলতলায় সপ্তাহব্যাপী বইমেলার মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উদীচীর জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খান, ব্রতচারী প্রশিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক বিমান তালুকদার, লোকসংগীত শিল্পী শীতন কান্ত দাস এবং কবি আনিসুর রহমান বাবুল। পরে অনুভ‚তি ব্যক্ত করেন আলী আসকার খান পাঠান সিন্টু, সিরাজ উদ্দিন খান পাঠান ও এনামূল হক পলাশ। অনুষ্ঠানে তাদের প্রত্যেকের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেয়া হয়। এছাড়া পড়িয়ে দেওয়া হয় উত্তরীয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version