স্টাফ রিপোর্টার:
প্রতি বারের ন্যায় এবারো ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর-উচারগাঁও কলিম শাহ বাউল সংঘের ওরস মাহফিল সম্পন্ন হয়েছে। গত রবিবার দিবাগত রাত ব্যাপী কলিম শাহ বাউল সংঘের মাঠে এই ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট গীতিকার, নাট্যকার ও ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ আবুল আজাদের সার্বিক তত্বাবধানে ওরস মাহফিলে দেশের প্রখ্যাত বাউল শিল্পীরা অংশ গ্রহন করেন। সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল হান্নানের পরিচালনায় ওরস মাহফিলে দিনের বেলা মিলাদ শরীফ, দোয়া অনুষ্ঠিত হয়। রাতব্যাপী সাংষ্কৃতিক অনুষ্ঠানে গাণ পরিবেশন করেন বাউল লতিফ সরকার, শিল্পী সাজ্জাদ নুর, বাউল শাহ আলম সরকার. বাউল শাহজাহান সিরাজ, বাউল তছকির আলী। এ সময় উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী শামসুদ্দিন সামাদ, মোল্লাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, আমেরিকা প্রবাসী শাহাদাত আহমদ ফাহিম, আফরোজ মিয়া, ছমির উদ্দিন, কবির হোসেন, মানিক ভান্ডারী, শাহজাহান, ফয়সল প্রমুখ। সাংষ্কৃতিক অনুষ্ঠান শেষে যুক্তরাজ্য আওয়ামী সেচ্চাসেবক লীগ সহসভাপতি ফরহাদ আহমদ, জেলা সেচ্চা সেবক লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. বোরহান উদ্দিন কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কলিম শাহ বাউল সংঘের চেয়ারম্যান আবুল আজাদ। এর পূর্বে সংগঠনের চেয়ারম্যান আবুল আজাদ ও লন্ডন প্রবাসী রুপক কাজীর সার্বিক তত্বাবধানে ১০ ফেব্রুয়ারী কলিম শাহ বাউল সংঘের কার্যালয় প্রাঙ্গনে পীরে কামেল আলহাজ্ব নাযাবত শাহ ও কলিম শাহ স্মরণে বাউল নাইট উদযাপিত হয়। এ সময় গাণ পরিবেশন করেন লন্ডনের বাউল কুইন হাসি রাণী গাঙ্গুলী, চ্যানেল আই সেরা দশ চ্যাম্পিয়ন বন্যা তালুকদার, শিল্পী রিমা সরকার, বাউল শাহজাহান সিরাজ, বাউলিয়ানা ফয়সল প্রমুখ।