তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনে কাটা আনুমানিক ৫০ বছরের এক অজ্ঞাত নারীর লাশ রোববার ( ১৮ ফেব্রুয়ারি) উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মিহির কান্তি জানান, সকালে সিলেট থেকে ঢাকাগামী কালনী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন কুলাউড়া পৌরসভার বিহালা এলাকায় এক নারী ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর আসে। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীর লাশ উদ্ধার করে। নিহত ওই নারীর পা কাটা। মাথায় ও বুকে আঘাতের চিহ্ন ছিলো। ট্রেন থেকে পড়ে মারা গেলেন নাকি ট্রেন লাইন অতিক্রমকালে মারা গেলেন সেটা বলা সম্ভব হচ্ছে না।
তিনি আরও জানান, দুপুর বেলা আড়াইটা পর্যন্ত লাশের পরিচিত কেউ পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।