জেলা প্রতিনিধি,ঝালকাঠি।।
ভোরের কাগজ পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি ও ঠিকাদার আব্দুল মন্নান তাওহীদকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় মনির হোসেন (৪৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ।
গ্রেফতার হওয়া মনির শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার বাসিন্দা।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন।
লিখিত অভিযোগে ভুক্তভোগী মন্নান তাওহীদ জানান, আসামী মনিরের সাথে পূর্ব থেকেই ব্যবসায়িক বিষয় নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে গত ১২ ফেব্রুয়ারি সকালে মনির আমাকে বাসা থেকে পানি উন্নয়ন বোর্ডের সামনে আসতে বলেন।আমি সেখানে আসলে মনির লোকজন নিয়ে আমাকে ঘাড় ধরে ধাক্কাইতে ধাক্কাইতে একটি চায়ের দোকানের ভিতর ঢুকিয়ে দোকানের ঝাপ আটকিয়ে অবরুদ্ধ করে হাতে থাকা রডের চিপ লাঠি দিয়ে আমাকে মারধর করতে থাকে । এসময় আমার পাঞ্জাবির পকেটে থাকা পানি উন্নয়ন বোর্ডের অফিস ভবনের রং ক্রয়ের জন্য রাখা ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ।
ঝালকাঠি সদর থানার ওসি মো.শহিদুল ইসলাম বলেন, মনিরকে সকালে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।