মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে বসুন্ধরার কালের কন্ঠ শুভ সংঘের উদ্যোগে অস্বচ্ছল নারীদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল ৩ টায় পাঁচবিবি উপজেলা চত্ত্বরে কালের কন্ঠ শুভ সংঘ পাঁচবিবি উপজেলা শাখার আয়োজনে উক্ত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভ সংঘের উপজেলা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তাইজুল ইসলাম।
কালের কন্ঠের পাঁচবিবি উপজেলা প্রতিনিধি সাংবাদিক সুমন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশ বরণ্য কথা সাহিত্যিক ও কালের কন্ঠের প্রধান সম্পাদক এমদাদুল হক মিলন।
এ সময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি) মারুফ আফজাল রাজন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, কালের কন্ঠ শুভ সংঘ বগুড়া জেলার প্রধান উপদেষ্টা
মোস্তফা মাহমুদ শাওন, উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরাফাত মন্ডল সহ আরো অনেকে।
শেষে বসুন্ধরা গ্রুপের সহাতায় প্রধান অতিথি উপজেলার ২০ জন অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন ।