রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)
গাজীপুর মহানগরের গাছা থানার হারিকেন এলাকায় ১৪ই ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ড্রাম ট্রাক চাপায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
নিহত রফিকুল ইসলাম(৪৫) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মতকুলা গ্রামের মরহুম মেছের উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকায় ভাড়া থাকতেন।
জিএমপি’র গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান- রফিকুল ইসলাম হারিকেন এলাকায় নিজের ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন।পার হওয়ার সময় গাজীপুরগামী পাথর বোঝাই একটি ড্রাম ট্রাক তার ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।