ইবি প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ইবি থানা সংলগ্ন চত্বরে প্রধান পুরোহিত কর্তৃক প্রতিমা স্থাপন ও অর্চনার মধ্য দিয়ে পূজা শুরু হয়।

এসময় পূজা উদযাপন পরিষদের সভাপতি হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পূজামন্ডপ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম উপস্থিত ছিলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় ও বাংলাদেশ কাস্টমস এর উপ-কমিশনার সুশান্ত পাল। ধর্মালোচক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার প্রমুখ। পরে দেবী অর্চনা ও পুষ্পাঞ্জলী প্রদান শেষে সেখানে ধর্মালোচনা অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে আলোচকরা দেবী স্বরস্বতীর জীবনাদর্শ ও গুন নিয়ে আলোচনা করেন।

Share.
Leave A Reply

Exit mobile version