রুহুল আমিন,(নীলফামারী)
নীলফামারীর জলঢাকায় ১৩৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতার মাদক কারবারিরা হলেন নীলফামারীর ডোমার উপজেলার পূর্ব চিকনমাটি কমিশনার পাড়ার বাসিন্দা আতিয়ার রহমান’র ছেলে ইসমাইল হোসেন বাবু (২৪)।অপর জন হলেন জলঢাকা উপজেলার পেট্রোল পাম্প ডাওয়াইপাড়া গ্রামের বাসিন্দা আঃমোতালেব হোসেন’র ছেলে মুন্না ইসলাম(২২)।
অভিযানে তাদের কাছ থেকে ১৩৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল যাহার মূল্য অনুমান-২,০২৫০০ টাকা।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ মুক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান,গোপন তথ্যের ভিত্তিতে জলঢাকা থানার একটি অভিযানিক টীম জলঢাকা পৌরসভার বাসস্ট্যান্ডের ডাঙ্গাপাড়া এলাকা হইতে ১৩৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় উক্ত আসামিদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-১২ তারিখ ১৩/২/২৪ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(গ) /৪১ রুজু করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রহিয়াছে।