স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
গতবছর অক্টোবর থেকে ২০২৪ সালের ৭ই জানুয়ারি পর্যন্ত কথিত নাশকতায় মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটক হয়ে কারা বরণকারী ২শত ৩৭ জন যশোর নগর ও সদর উপজেলা বিএনপির অধিনস্ত সকল ইউনিটের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।আজ রবিবার (১১ ফেব্রুয়ারী) যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু ও যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মো. মুছা, মিজানুর রহমান খান, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক ফারুখ হোসেন, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, সদর উপজেলা সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্ত্তজা এলাহী টিপু, চৌগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।
যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। গেল ৭ জানুয়ারি ডামি নির্বাচনে জনগণ তার প্রামাণ দিয়েছে। এটি কেবল দেশের জনগণ নয়, সমগ্র বিশ্ববাসীও বুঝে গেছে। সেদিন তারেক রহমান আহ্বানে দেশের ৯০ শতাংশের বেশি জনগণ শেখ হাসিনার ডামি নির্বাচনকে প্রত্যাখানের মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে।পরে অনিন্দ্য ইসলাম অমিত অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিদের সাথে নিয়ে নগর ও সদর উপজেলা বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের ২৩৭ জন নেতাকর্মীকে সংবর্ধনা প্রদান করেন।