ডা.এম.এ.মান্নান
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো.আনোয়ারুল কামাল ভূইয়া ইন্তেকাল করিয়াছেন-ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো.আনোয়ারুল কামাল ভূইয়া।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৫০ বছর।তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে নাগরপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ারুল কামাল ভূইয়া’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সেসিপ কর্তৃপক্ষ,মাউশি,নাগরপুর উপজেলা প্রশাসন,জেলা শিক্ষা অফিস,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস,নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি,নাগরপুর উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রিসোর্স শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য,নাগরপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ারুল কামাল ভূইয়া দীর্ঘদিন যাবত ক্রনিক কিডনি ডিজিজ ও ডায়বেটিসসহ নানান রোগে ভুগছিলেন।