হযরত আলী,স্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি হাতীবান্ধা উপজেলা শাখার গোতামারী ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল কাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয় প্রাথমিক শিক্ষক সমিতি হাতীবান্ধা উপজেলা শাখার।
সভায় উপস্থিত সকলের সম্মতিতে মনিরুজ্জামান দুলালকে সভাপতি,ও সুলতান মাহমুদকে সাধারণ সম্পাদক,বকুল মিয়া সাংগঠনিক সম্পাদক ও শেফালী রানীকে যুগ্ন সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট গোতামারী ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতি গঠন করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান শিক্ষক নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি সুলতান আহমেদ শিপু। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ জনাব শুধাংশু ভূষণ রায়, মাকসুদা আক্তার বানু কল্পনা, এম এ সোবাহান, রাব্বি গোলাম সারোয়ার মনিরুল ইসলাম তপু, আব্দুল জব্বার, আসাদুজ্জামান লাভলু, রবিউল ইসলাম, শামসুন্নাহার শশী, লাভলু খান, মিজানুর রহমান সহ গোতামারী ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা বলেন গুণগত শিক্ষা ও শিক্ষকদের যেকোনো ধরনের সমস্যা হলে নিয়ে তারা কাজ করবেন।