মশিউর রহমান, জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে সাংবাদিকদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য প্রিন্সিপাল মো: আব্দুর রশিদ এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সরিষাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সরিষাবাড়ী প্রেসক্লাবের আয়োজনে মত বিনিময় সভায় সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক সভাপতিত্ব করেন। প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে নবনির্বাচিত সংসদ সদস্য প্রিন্সিপাল মোঃ আব্দুর রশিদ বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, পৌর মেয়র মনির উদ্দিন, সরিষাবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ইব্রাহীম হোসাইন, জহুরুল ইসলাম ঠান্ডু, অর্থ সম্পাদক মোস্তাক আহমেদ মনির প্রমুখ বক্তব্য রাখেন।