ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝালকাঠি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী কলেজ চত্ত্বরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ ।
এসময় শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ইলিয়াস বেপারী সহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ বলেন,নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।