শুক্রবার, জুন ৭, ২০২৪

জয়পুরহাটে স্কুল ছাত্র মোয়াজ্জেম হত্যার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ

জয়পুরহাটের চাঞ্চল্যকর স্কুলছাত্র মোয়াজ্জেম হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী বাইতুল হোসেন সুজন (৩৭) কে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাত ৭ টায় র‍্যাব-৫ ও র‍্যাব-১০ এর যৌথ ফোর্স জয়পুরহাট সদর উপজেলার ভাদসা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামী সদর উপজেলার দেবীপুর মন্ডলপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
রাতে র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে ২৮ জুন জয়পুরহাট সদর এলাকার প্রামানিক পাড়ার ফজলুর রহমানের ছেলে মোয়াজ্জেম হোসেন কে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় মৃত মোয়াজ্জেমের পিতা বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করলে, মামলার তদন্তকারী কর্মকর্তা ২০০৩ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে জয়পুরহাট জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিজ্ঞ বিচারক মোঃ আব্বাস উদ্দিন অভিযুক্ত প্রত্যেক আসামীকে মৃত্যুদন্ডসহ ৫০,০০০/- টাকা করে জরিমানা প্রদান করেন।
মামলার রায় হওয়ার পর থেকেই র‌্যাব-৫ এবং র‌্যাব-১০ এর গোয়েন্দা দল মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সুজন কে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি শুরু করেন এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হোন।
রাতেই গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

Exit mobile version
x
This Site Is Protected By
Shield Security