জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে গরু চুরি নিয়ে যাওয়ার সময় গরু সহ চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
রবিবার (৪ জানুঃ) রাত ১০ টায় উপজেলার বাগজানা বাজার হতে গরু উদ্ধার ও চোরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলা ধরঞ্জী গ্রামের আবুল হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৪২)।
বাগজানা ইউপি সদস্য আরিফ হোসেন জানান, রবিবার রাত ৮টার দিকে, ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী গ্রামে শাহাজান আলী নামের এক কৃষকের গরু চুরি হয়। ঐরাতেই বাগজানা বাজারে আটক জহুরুল গরু নিয়ে যাওয়ার সময় লোকজনের সন্দেহ হলে গরু সহ তাকে বাগজানা ইউনিয়ন পরিষদে আটকে রাখে।
পরে দুই ইউনিয়নের ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা গরুর মালিককে নিশ্চিত করে গরু বুঝে দেন এবং চোরকে পুলিশে সোর্পদ করেন।