কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে রাজকান্দি হিল ২৫ কি.মি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল এলাকায় সকাল ৬.৩০ মিনিটে থেকে এই ম্যারাথন শুরু হয়।ম্যারাথনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ান, ম্যারাথন এর আয়োজক রেইস ডিরেক্টর মো. জাকির হোসাইন, রেইস কো-অর্ডিনেটর আব্দুল বাছিত, রেইস কো ডিরেক্টর সুলেমান হাসান ও ফয়সাল আল কয়েস চৌধুরী প্রমূখ।ম্যারাথনে পুরুষদের মধ্যে প্রথম হন কুড়িগ্রাম জেলার আমির হোসেন।
তিনি ২ ঘন্টায় ২৫ কিলোমিটার সম্পন্ন করেন। এবং মেয়েদের মধ্যে প্রথম হন রংপুর জেলার ফারজানা বপি। তিনি ৩ ঘন্টা ২৪ মিনিটে সম্পন্ন করেন।ম্যারাথনে পুরুষ ১ম, ২য় ও ৩য় ও মেয়ে ১ম, ২য় ও ৩য় বিজয়ী’র হাতে নগদ অর্থ এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া ৫ ঘন্টার মধ্যে ২৫ কিলোমিটার ম্যারাথন সম্পন্নকারীদেরকেও মেডেল প্রদান করা হয়।রাজকান্দি হিল ২৫ কিলোমিটার ম্যারাথনে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ৪০০ দৌড়বিদ জন অংশগ্রহণ করে।