গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলায় ছাড়পত্রবিহীন তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ২১ লাখ টাকা জরিমানা করেছে রংপুর পরিবেশ অধিদপ্তর কর্মকর্তারা।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন।
এ সময় তার সঙ্গে ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার রহমান।
ইটভাটাগুলো হলো- গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গা সংলগ্ন সাকোয়া ব্রিজ রোডের পাশে নজেল মিয়ার এমসিবি ব্রিকস,তার পাশে বাদশা মিয়ার বিবিএফ ব্রিকস, ও দোকানঘর এলাকার টিপিএল ব্রিকসকে জরিমানা গুনতে হয়। সেগুলো হলো এমসিবি ব্রিকসকে ৮ লাখ, টিপিএল ব্রিকসকে ৭ লাখ, ও বিবিএফ ব্রিকস থেকে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়,তিনি আরও বলেন ছাড়পত্রবিহীন ইট ভাটা গুলোকে পর্যায়ক্রমে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।