জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলার মশাগুনি গ্রামের মো. নাজিম উদ্দিন দেওয়ানকে অপহরণ ও হত্যার চেষ্ঠা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি মো. নাজিমউদ্দিন দেওয়ান ও তাঁর পরিবার।সোমবার (২৯ জানুয়ারি) বিকেল ৪ টায় উপজেলার মশাগুনি গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগি মো. নিজামউদ্দিন দেওয়ান।
সংবাদ সম্মেলনে তিনি লিথিত বক্তব্যে বলেন, আমি গত ১৯ জানুয়ারি ইং তারিখে আলফাডাঙ্গা থানাধীন গোপালপুর বাজার থেকে সন্ধ্যার সময় মোটরসাইকেলয়োগে কাশিয়ানী হয়ে লোহাগড়া নিজ বাড়িতে যাচ্ছিলাম। কাশিয়ানী বড়ভাগ ত্রিমোহনী খালের পশ্চিমে রাস্তার উপর পৌছালে রাস্তার দুই পাশ হতে দুইজন পুলিশের পোশাক পরিহিত ব্যক্তি আমাকে দাঁড়াতে বলে তখন আমি আমার মোটরসাইকেল ব্রেক করে দাঁড়ায়।
এসময় একটি কালো মাইক্রোর ভিতর থেকে আসামী নিজাম, বায়জিদ, মঈনুল, সাদ্দাত ও গোবিন্দসহ আরো ৩/৪ জন লোক আমার মোটরসাইকেলটি এবং আমার কাছে থাকা ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে আমাকে টেনে হেচড়ে মাইক্রোতে তুলে মুখ, হাত-পা বেঁধে বেধড়ক মারধোর করে। এভাবে তিন রাত তিন দিন বিভিন্ন স্থানে রেখে মারধর ও শরিরীক নিযার্তন করে। এতে আমি অজ্ঞান হয়ে যায়। তাঁরা মৃত ভেবে আমাকে বস্তার ভিতর ভরে মুখ বেঁধে গত ২২ জানুয়ারি তারিখ রাতে আলফাডাঙ্গা থানাধীন সিরাজউদ্দিন মহিলা কলেজ বাকাইল ব্রিজের পাশে ভাঙনে ফেলে চলে যায়।
পরে ২৩ জানুয়ারি তারিখ ভোরে রাস্তার পাশ দিয়ে লোকজন যাচ্ছিল। তখন আমার আওয়াজ শুনে বস্তা দেখে লোকজন দাঁড়িয়ে যায় এবং আলফাডাঙ্গা থানায় খবর দেয় পুলিশ এসে আমাকে উদ্ধার করে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করেন। আমি সুস্থ হয়ে ২৫ জানুয়ারি তারিখে আলফাডাঙ্গা থানায় পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরোও ৩/৪ জনকে আসামি করে একটি মামলা করি। মামলা নং-৮। আমি সরকারের কাছে আমার প্রতি অন্যায়ের বিচার চাই, দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।