আবু বকর ছিদ্দিক রনি, শার্শা (যশোর) প্রতিনিধিঃ
যশোর শহরের টিবি ক্লিনিক মোড়ে শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সোলাইমান (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি ওই এলাকার আব্দুল হকের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন জসিম নামে অপর একজন যুবক। তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কি কারণে এ হত্যার ঘটনা ঘটেছে সেটা তাৎক্ষনিকভাবে কেউ জানাতে পারেনি।
স্থানীয়রা জানিয়েছে , একই এলাকার জসিম নামে এক যুবকের কাছ থেকে চিহ্নিত ছিনতাইকারী জনি ও নিয়ামত আলীর ছেলে আরাফত ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় নিহত সোলাইমান জসিমকে উদ্ধার করতে এগিয়ে গেলে ছিনতাইকারীরা সোলাইমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন সোলাইমান ও জসিমকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোলাইমানকে মৃত ঘোষণা করেন। তার মৃতু্যর খবরে হাসপাতাল চত্ত্বরে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। তার স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে হাসপাতাল চত্তরের আকাশ বাতাস। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আসামী আটকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে হত্যাকান্ডের বিষয়টি নিয়ে পরস্পর বিরোধিী বক্তব্য পাওয়া গেছে। প্রতক্ষদর্শী কেউকেউ বলছেন তাদের মধ্যে মাদক ব্যবসা সংক্রান্ত লেনদেন ছিল। সম্প্রতি ইয়াবার একটি চালান ধরা পড়ে যাওয়ার জেরে এই হত্যাকান্ডটি ঘটেছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।