জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইল জেলার মাদক উদ্ধারে বিশেষ অবদান রাখায় জেলা পুলিশের শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন মো.মাহাফুজুর রহমান। তিনি জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের এএসআই হিসেবে কর্মরত রয়েছেন।বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে নড়াইল পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত করে জেলা পুলিশ।জেলা পুলিশ সুত্র জানায়, গত ডিসেম্বর মাসে জেলার মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলা গোয়েন্দা পুলিশের মো.মাহাফুজুর রহমানকে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করে জেলা পুলিশ। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে নড়াইল পুলিশ লাইন ড্রিল সেডে পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান তাকে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার প্রদান করেন।এ ব্যাপারে এএসআই মো.মাহাফুজুর রহমান জানান, পেশাগত পুরষ্কার প্রাপ্তির এ গৌরব শুধু আমার নয়, এটি আমার সহকর্মীদের। তাদের অক্লান্ত পরিশ্রমের কারনে তিনি এ গৌরব অর্জন করতে পেরেছেন। এ পুরষ্কার প্রাপ্তি তার পেশাগত দক্ষতায় আরো উৎসাহ ও প্রেরণা যোগাবে বলে জানান তিনি।এদিকে তার এ পেশাগত সাফল্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।