আরিফুর রহমান, ঝালকাঠি।।
ঝালকাঠির নলছিটিতে দীর্ঘদিনের ময়লার ভাগাড় পরিষ্কার করে ফল ও ঔষধি বাগান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন নলছিটি টিম’।
বুধবার (২৪ জানুয়ারি)দিনব্যাপি নলছিটি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে ময়লার ভাগাড় পরিষ্কার করে ফল ও ঔষধি গাছের বাগান করা হয়।
বিডি ক্লিন নলছিটি টিমের উপজেলা সমন্বয়ক মো; আতিকুল ইসলাম বলেন,২০ জন স্বেচ্ছাসেবকদের নিয়ে এ কার্যক্রম শুরু করা হয়। পরে ময়লা পরিষ্কার করে সেখানে বন বিভাগের সহযোগিতায় ৪০ টি, ফল ও ঔষধি গাছ লাগানো হয়।