মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার স্থানীয় এনজিও সংস্থা বন্ধন এর উদ্যোগে ৩ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার দুপুরে বন্ধনের আয়োজনে মাতাইশ মঞ্জিল প্রধান কার্যালয় চত্ত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে সংস্থার সভাপতি মাজেদুর রহমান প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।
বন্ধন-১৫ এর পরিচাল শফিকুল আলম চৌধুরী বিপ্লবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোশারফ হোসেন, বন্ধন এর নির্বাহী পরিচালক শেফায়েতুল ইসরাম স্বপন, পৌর আওয়ামীলীগের সভাপতি এস কে হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেকুল ইসলাম বকুল, পৌর কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি, মহিলা কাউন্সিলর থানার এ এস আই মনারুল ইসলাম সহ বন্ধন এর বিভিন্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।