নাদিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম চাষিদের নিয়ে দক্ষিণ কোরিয়ার কৃষি অভিজ্ঞ প্রতিনিধি দলের ডক্টর হং ও ইঞ্জিনিয়ার ইওন জিন কিম এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলা বণিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ম্যাংগো ফাউন্ডেশন এর সদস্য সচিব আহসান হাবিব।
দক্ষিণ কোরিয়ার কৃষি অভিজ্ঞ প্রতিনিধি দলের ডক্টর হং ও ইঞ্জিনিয়ার জিন কিম বক্তব্য রাখেন।
সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন , ডাঃ তড়িৎ কুমার সাহা,শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি বশির উদ্দিন জুয়েল, আম চাষী ও ব্যবসায়ী মাসুদ রানা, রুবেল হক, আবু নুহু প্রমুখ।
কম খরচে নিরাপদ কৃষিভিত্তিক ফসলসহ ধান, আম, ফল-ফলাদি ও সবজির উৎকৃষ্ট খাদ্য নিয়ে বক্তারা আলোচনা করেন।
কোরিয়া প্রতিনিধিরা জানান আম চাষিরা যে উৎপাদন করছেন তাতে খরচ বাড়ছে ও উৎপাদিত পণ্য অনিরাপদ হচ্ছে, এক্ষেত্রে বেরিয়ে আসতে হবে ।
কোরিয়ার একটি তরল পণ্য গাছে স্প্রে করলে ফলন বাড়বে, খরচ কমবে, উৎপাদিত পণ্য স্বাস্থ্য উপযোগী হবে।