মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর উপজেলার সুগারমিল এলাকায় তাস খেলা চলাকালীন অভিযান চালিয়ের ৬ জুয়ারীকে আটক করেছে র্যাব। সোমবার রাতে তাদের আটক করা হয়। সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলো জয়পুরহাট সদর উপজেলার শান্তিনগর এলাকার মৃত আব্দুল মজিদের পুত্র রেজাউল করিম (৬০), একই এলাকার মৃত রোফা সরদারের পুত্র আলম সরদার (৫৬), মৃত হোসেন আলীর পুত্র হিপলু (৫২), মৃত বছির উদ্দিনের পুত্র নুর ইসলাম (৬০), মৃত গোলজার হোসেনের পুত্র ফারুক হোসেন (৫৫) ও মৃত মতিয়ার রহমানের পুত্র রানু শফি (৫৬)।
র্যাব জানায়, তারা দীর্ঘদিন থেকে এলাকা অর্থের বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছিল বলে স্বীখার করেছে।
আটককৃতদের জয়পুরহাট সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোর্পদ করা হয়েছে।