ডা.এম.এ.মান্নান
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুরে ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) যদুনাথ ময়দানে (হাসপাতাল মাঠ) দিনব্যাপী এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতি’র সভাপতি মো. ফজলুর রহমান, সরকারি যদুনাথ স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. শফিকুল ইসলাম সবুজ, গয়হাটা উদয় তারা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল আওয়াল মিলন, ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মো. সোহেল রানা সহ বিভিন্ন বিদ্যালয় শিক্ষক বৃন্দ ও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।