আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাংবাদিকদের তোষামোদকারী, তৈলবাজ ও রাজনৈতিক তল্পি বাহক হয়ে সংবাদ পরিবেশন না করে জনগনের স্বার্থ নিয়ে কলম ধরে বস্তুনিষ্ঠ সংবাদ করার আহবান জানান আনোয়ারা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল নূর চৌধুরী।আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টায় একটি রেস্টুরেন্টে আনোয়ারা প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ সভায় তিনি এই আহবান জানান। সভায় আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুগান্তর প্রতিনিধি মু: বদরুল হক, দেশবাংলা প্রতিনিধি আনোয়ার হোসেন, দেশের কথা প্রতিনিধি ওমর ফারুক, জনকণ্ঠ প্রতিনিধি ইমরানুল হক চৌধুরী, প্রাইভেট ডিটেকটিভ প্রতিনিধি মুনিরুল আহসান খোরশেদ, দৈনিক অপরাধ অনুসন্ধান প্রতিনিধি মঈন উদ্দিন, সময়ের কাগজ প্রতিনিধি মোহাম্মদ ফখর উদ্দিন প্রমুখ।