আরিফুর রহমান, ঝালকাঠি।।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করতে ঝালকাঠিতে সচেতন নাগরিক (সনাক) এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার(১৬ জানুয়ারি)বিকালে সনাক কার্যালয়ে ১৮ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।এতে বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্তকে সভাপতি ও রাবেয়া কবির শিল্পী এবং সুভাষ চন্দ্র দাসকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
কমিটির সদস্যরা হলেন- প্রফেসর মো. লাল মিয়া, হোসনে আরা বেগম হেলেন, গৌতম বণিক, ছালেক আজাদ খান, বীর মুক্তিযোদ্ধা মো. হেমায়েত হোসেন হিমু, গৌতম সরকার বাবু, শিমুল সুলতানা হেপি, কবিতা হাওলাদার, সুজিৎ কান্তি বোস, মো. নজরুল ইসলাম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা রমা রানী দাস, হামিদা খানম, ইয়াসমীন আক্তার কচি, সৈয়দ মো. সালাউদ্দিন ফেরদৌস ও মো. সবুর খান (সবুজ)।
এসময় সনাকের ভারপ্রাপ্ত সভাপতি শিমুল সুলতানা হেপি, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমান সহ সনাকের সদস্যরা উপস্থিত ছিলেন।