মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট ( জেআরডিএম) এর বার্ষিক কর্মী সভা- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী এ কর্মী সভা জেআরডিএমের প্রস্তাবিত প্রধান কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেআরডিএমের নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা।
প্রকল্প কর্মকর্তা দেলোয়ার হোসেন ও কৃষিবিদ আল আমিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেআরডিএমের নির্বাহী কমিটির সভাপতি রোকাসানা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেআরডিএমের উপ পরিচালক শওকত আলী, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন, এনজিও সংস্থা এসো এর নির্বাহী পরিচালক মতিনুর রহমান, সাতক্ষীরার সাচ এনজিওর নির্বাহী পরিচালক ইমান আলী , বিশেষ অতিথি, কোষাধ্যক্ষ নিলুফা জহুর লিলি, সদস্য প্রফেসর আজাদ আলী, শেখর কুমার দেব সহ সংস্থার বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক, প্রকল্প কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
কর্মী সভায় প্রথম পর্বে বিভিন্ন শাখার বার্ষিক রির্পোট ও সমস্যা এবং সমস্যা উত্তরণের বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। মধাহৃভোজের পর দ্বিতীয় পর্বে আলোচনা সভা, বিদায়ী স্টাফদের সংবর্ধনা, চেক প্রদান, র্যাফেল ড্র ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।