মোঃ মহিবুল ইসলাম, বরগুনা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটার বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম কবিরের দাফনকার্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (১২জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের আমতলী গ্রামের তার নিজ বাড়ির সামনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তার নিজ বাড়িতে বসে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করে। মুক্তিযোদ্ধা মো. গোলাম কবির একই গ্রামের মৃত- আবুল কাশেম হাওলাদারের ছেলে।
জানাজার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা গোলাম কবিরকে ফুল দিয়ে শ্রদ্ধা এবং গার্ড অফ অনার প্রদান করা হয়
এ সময়ে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রোকনুজ্জামান খান, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এম,এ খালেক, পাথরঘাটা থানার ওসি তদন্ত সাইফুজ্জামান, কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু।