স্টাফ রিপোর্টার : নেত্রকোনার আটপাড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে বিজয় মিছিলে হামলার ঘটনায় আহত নুরুল আমীন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরুল আমীনের মৃত্যু হয়। নিহত নুরুল আমীন আটপাড়া উপজেলার দেওগাও গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। বাসিন্দা।
নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে নৌকার প্রার্থী আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলকে হরিয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু জয়ী হন। পরে রবিবার রাতে পিন্টুর সমর্থকরা আটপাড়ায় বিজয় মিছিল বের করেন। এতে অসীম কুমার অসীম কুমার সমর্থকরা হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন নূরুল আমীন।
আটপাড়া থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (রবিবার) নির্বাচন শেষে একটি কেন্দ্র থেকে ট্রাক প্রতীকের প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর জয়ে বিজয় মিছিল করে বাড়ি ফিরছিলেন নুরুল আমীনসহ কিছু সমর্থক। এ সময় দেওগাও গ্রামের রাস্তায় নৌকা প্রতীকের প্রার্থী অসীম কুমার উকিলের সমর্থকেরা হামলা চালায়। এতে নুরুল আমীনসহ কয়েকজন আহত হন। পরে স্বজনেরা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নুরুল আমীনকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (রবিবার) বিকেলে তাঁর মৃত্যু হয়।
ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, নুরুল আমীনের মৃত্যুর বিষয়ে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এই হত্যায় জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।