স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
জাতীয় সংসদ নির্বাচনে ৮৯ যশোর-৫ মণিরামপুর সংসদীয়আসনে বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ও যশোর জেলা কৃষক লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক এস এম ইয়াকুব আলী বিজয়ী হয়েছেন।
আজ রবিবার (৭ জানুয়ারী) সন্ধ্যায় প্রাপ্ত বেসরকারীফলাফলে এ তথ্য জানা গেছে।
ঈগল প্রতীকের এই প্রার্থী পেয়েছেন ৭৬ হাজার ২০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য পেয়েছেন মাত্র ৭১ হাজার ৩৯৬ ভোট।
১২৮ কেন্দ্রের ফলাফলে ৪ হাজার ৮১১ ভোট বেশি পেয়ে এস এম ইয়াকুব আলী জয়লাভ করেছেন।