মোহাম্মদ শহিদ -নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী-৫ আসনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের খাজা তানভীর আহমেদ।
রোববার (০৭ জানুয়ারি) রাতে বেসরকারিভারে স্থানীয়ভাবে প্রাপ্ত ফলাফলে , ওবায়দুল কাদের মোট ভোট পেয়েছেন ১,৮১,১৪৭টি। আর তার নিকটতম প্রতিদ্বিন্দ্বী জাতীয় পার্টির খাজা তানভীর আহমেদ (লাঙ্গল) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯,৭১৯ ভোট।
নোয়াখালী ৫ আসন( কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলার) এই দুই উপজেলা নিয়ে গঠিত এই ৫ আসন। দুই উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৪ হাজার ৯৭৭। ১৩২টি ভোটকেন্দ্রে ভোটারদের জন্য কক্ষ রয়েছে ৯০০টি। এ আসনে নতুন ভোটার মোট ৭৩ হাজার ২৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৫৩৭ জন, নারী ভোটার ৩১ হাজার ৭০৫ জন।