শাকিল বাবু:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ০৪ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন এ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ।
০৭ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা করে ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে দেখা যায় বিপ্লব হাসান পলাশ সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
রৌমারী, রাজিবপুর ও চিলমারী এই তিনটি উপজেলায় ১৩০ টি কেন্দ্রে মোট ৮১২৭০ টি ভোট পেয়েছেন। এরমধ্যে রৌমারীতে ৪৩৮৪১ টি, রাজিবপুরে ১৩৯৬৩ টি ও চিলমারীতে ২৩৪৬৪ টি ভোট পেয়েছেন।
এডভোকেট বিপ্লব হাসান পলাশ কুড়িগ্রাম-০৪ আসনের সর্বস্তরের জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।