কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৮ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নৌকা প্রতিক নিয়ে ২ লাখ ১২ হাজার ৪৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহিদ এমপি নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক চীপ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদ এনিয়ে সপ্তমবারের মতো এমপি নির্বাচিত হলেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবদুল মুহিত হাসানী মোমবাতি প্রতিক নিয়ে ৫হাজার ৩৯০ ভোট পেয়েছেন।এছাড়া ইসলামী এক্যজোট প্রার্থী মো.আনোয়ার হোসাইন মিনার প্রতিক নিয়ে ৫হাজার ৬৮ ভোট পেয়েছেন।
এ আসনে ১৬০টি কেন্দ্রে ৪লাখ ৫৯ হাজার ১০১জন ভোটারের মধ্যে ২ লাখ ২৭ হাজার ১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।তার মধ্যে ৪হাজার ৭০ ভোট বাতিল বলে গন্য হয়।এ আসনে শতকরা ভোটের হার ৪৯.৪৫ শতাংশ।
এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এআসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
সপ্তমবারের মতো নির্বাচিত হয়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপি আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ শ্রীমঙ্গল – কমলগঞ্জ আসনের সকল জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।