দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-১৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণের শেষ পর্যায়ে এসে এই সিদ্ধান্ত দেয় কমিশন।
মোস্তাফিজুর রহমানকে ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালামের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী আরপিও, ১৯৭২ এর ধারা ৭৩ ও ধারা ৮৪ক-এর অধীনে নির্বাচনী অপরাধ সংঘটন করেছেন মর্মে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, চট্টগ্রাম এবং পুলিশ সুপার, চট্টগ্রাম মাননীয় নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন। ’
‘বর্ণিত প্রতিবেদনসমূহ পর্যালোচনায় ওই প্রার্থী কর্তৃক উপরিউক্ত নির্বাচনী অপরাধসমূহ সংঘটনের বিষয়টি প্রতীয়মান হওয়ায় আরপিও ১৯৭২ এর ধারা ৯১-ঙ এর অনুচ্ছেদ (২) এর বিধান অনুযায়ী নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিলের সদয় সিদ্ধান্ত নিয়েছেন।
ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বৈধ যে প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে নির্বাচনের ভোটগ্রহণ চলবে।
এর আগে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলাও করেছে ইসি।
রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।