শনিবার, মে ১৮, ২০২৪

সুনামগঞ্জের ৫ টি আসনেই শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে

ভোটারদের উপস্থিতি কিছুটা কম

সুনামগঞ্জ প্রতিনিধি ::
সকাল ১২ টা পর্যন্ত সুনামগঞ্জের ৫ টি আসনেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণচলছে। কনকনে শীত ও কুয়াশা থাকায় সকালে কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিত কিছুটা বেড়েছে।

সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বীতায় আছেন ২৭ প্রার্থী। গেজেট অনুযায়ী, ভোটার রয়েছেন ১৯ লক্ষ ২২ হাজার ১৬৯ জন। এরমধ্যে পুরুষ ৯ লক্ষ ৭৪ হাজার ৪২৯ জন এবং নারী ৯ লক্ষ ৪৭ হাজার ৭২৮ জন। হিজরা ভোটার ১২ জন। ভোট কেন্দ্র রয়েছে ৭০০টি এবংভোট কক্ষ ৪ হাজার ১২৯টি।

এদিকে সকাল নয়টায় সুনামগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান শান্তিগঞ্জের ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে এবং সুনামগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সচিব ড. মোহাম্মদ সাদিক সুনামগঞ্জ শহরতলির কাইমতর কেন্দ্রে, সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রনজিত সরকার গোপীনাথ নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটপ্রদান করেছেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

Exit mobile version
x
This Site Is Protected By
Shield Security
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.