মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ৭০ বয়সী বাহার উদ্দিন নামের এক ভোটার হুইল চেয়ারে করে ভোট দিতে আসেন। রোববার সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের হাজী মুনির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন। নিজের ভোট কে পবিত্র আমানত মনে করে পরিবারের লোকের সহযোগিতায় ভোট দিতে আসেন।
তিনি বলেন, একটা ভোটের মূল্য অনেক। তাই অসুস্থ হলেও নিজের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে এসেছি। তবে কেন্দ্রে ভোট দিসে পেরে খুব আনন্দিত বলে জানান।