মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকালে বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। সেখানে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া না গেলেও ট্রাক প্রতীকের এজেন্টদের কে পুরানাপৈল ও শালগ্রাম ভোট কেন্দ্রে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী একেএম রায়হান মন্ডল মুনু। তবে প্রশাসনকে বিষয়টি অবগত করলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করেন। অবাধ ও সুষ্ট নির্বাচন হচ্ছে জানিয়ে তিনি বলেন, এভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।
আয়মারসুলপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোজাম্মেল হোসেন জানান, সকাল ১০ টা পর্যন্ত এ কেন্দ্রে ৮% ভোট পড়েছে। পরিবেশ শান্ত রয়েছে।