স্টাফ রিপোর্টার : নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় সন্ত্রাস ও নাশকতার মামলায় বিএনপির ৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরের দিকে তাদেরকে আদালতে প্রেরণ করে পুলিশ। এরআগে গত শুক্রবার দিনগত রাতে উপজেলার নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (৪৩), কৈলাটী ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম (৫০) ও একই ওয়ার্ড যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম (৩৮)।
কলমাকান্দা থানার ওসি মো. লুৎফুল হক তাদেরকে গ্রেফতার ও আদালরে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।