মশিউর রহমান
১৪১ জামালপুর -৪ সরিষাবাড়ী আসনে এক স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাংচুর ও পুষ্টারে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
বুধবার ( ৩ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কান্দারপাড়া বাজারে স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদের ট্রাক প্রতীকের নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।
নির্বাচনী অফিসে ভাংচুর ও আগুন দেয়ার ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিককে প্রধান আসামী করে
আওয়ামীলীগের ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০থেকে ১৫ জন ব্যক্তিদের আসামি করে মোঃ মশিউর রহমান মোর্শেদ বাদী হয়ে বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ী থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন ।
বিবাদীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, জাতীয় শ্রমিকলীগ সরিষাবাড়ী আঞ্চলিক শাখার সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান, থানা আওয়ামী লীগের নেতা সাইফুর রহমান বাছেদ এবং আবুল কালাম আজাত, সোনা, হুমায়ন কবির শিপন, মতিয়ার রহমান, সালাম, শিপন, আঃছবুর, লিয়াকত, রুবেল, মিতিয়ুর রহমান, জুলফিকুর।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি আনুমানিক রাত ৩টার সময় মামলার প্রধান আসামি আবুল হোসেনের নেতৃত্বে সকল আসামিরা বাজারে নিরাপত্তা প্রহরী মিজানুর রহমানের উপর হামলা চালায় এবং ট্রাকের অফিসে ভাংচুর চালিয়ে আগুন দিয়ে ট্রাক প্রতিকের নির্বাচনী পুষ্টার পুড়িয়েদেয়।
এ বিষয়ে নৌকার নির্বাচনী সম্মনয়ক উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আবুল হোসেন বলেন, ট্রাক প্রতিকের নির্বাচনী অফিস ভাংচুরের বিষয়ে আমরা কেউই অবগত নই। এ ঘটনার নৌকার সমর্থকের আমরা কেউ জড়িত না।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।