মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে পাড়ইল প্রিমিয়ার ক্রিকেট লীগ ( পিপিএল) সিজন ৭ এর ফাইনাল খেলা আজ শুক্রবার বিকেলে পাড়ইল গ্রামে অস্থায়ী ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়েছে।
পাড়ইল ক্রিকেট কাউন্সিলিং একাডেমীর ( পি সি সি এ) আয়োজনে ফাইনাল খেলায় ব্লার্টারফ্লাই ক্রিকেট টিম ও কিং কোবরা ক্রিকেট টিম অংশ গ্রহণ করেন।
খেলায় ব্লার্টারফ্লাই ক্রিকেট টিম কিং কোববরা ক্রিকেট টিম কে ১২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় ব্লাটারফ্লাই কিক্রেট টিমের আব্দুস সবুর ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন।
খেলা শেষে একাডেমীর সভাপতি আরিফুল ইসলাম অনিকের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের পাঁচবিবি স্টেশন মাস্টার কামরুজ্জামান সুজন, স্টেশনের বুকিং সহকারি এনায়েতুল্লাহ এনায়েত, টিসি আহমেদুর রেজা শুভ, উপজেলা সাব রেজিঃ অফিসের দলিল লেখক হাবিবুর রহমান হাবিব সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অথিতিবৃন্দ চ্যাম্পিয়ন দলকে ৭ হাজার ও রার্নার আপ দলকে ৬ হাজার টাকা প্রাইজমানি পুরুস্কার দেওয়া হয়।