বাবুল হোসেন, জয়পুরহাটঃ
জয়পুরহাটে ধর্ষণ মামলার পলাতক আসামী আতিক(১৮) কে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
জেলার কালাই উপজেলার পুনট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী নাটোরের সিংড়া উপজেলার রাধানগর গ্রামের মাসিদুল ইসলামের ছেলে।
শুক্রবার সকালে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার রাতে তাকে আটক করেন র্যাব।
জয়পুরহাট জেলার কালাই থানাধীন পুনট এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী আতিকে কে গ্রেফতার করেছে র্যাব-০৫।
মামলার বিবরণে জানা যায়,২০২৩ সালে ৩০ ডিসেম্বর বিকেলে আতিক (৬) বছরের এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে নিজ শয়ন কক্ষে নিয়ে ধর্ষনের চেষ্টার করে। এক পর্যায়ে শিশুটি কৌশলে ঘর থেকে বের হয়ে যায়। এ ঘটনায় শিশুটি পরিবার বাদী হয়ে সিংড়া থানায় ধর্ষণ মামলা করলে আতিক আত্মগোপন করেন।
পরবর্তীতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আতিককে গ্রেফতার করে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে আইনগত ব্যবস্থা নিতে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।