মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট
জয়পুরহাটের পুরানাপৈল রেল গেট এলাকায় অভিযান চালিয়ে ২০পিচ ইয়াবা ও ১ গ্রাম হেরোইন সহ ২ মাদককারবারীকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা। বৃহস্প্রতিবার সকালে র্যাব-৫ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটক মাদক কারবারীরা হলো জেলার কালাই উপজেলার মোলামগাড়ী গ্রামের নছির উদ্দিন আকন্দের ছেলে সেবু আকন্দ(৩৬) ও একই গ্রামের ময়নুদ্দিনের ছেলে ইসমাইল হেসেন (৩৪)। এর আগে বুধবার বিকেলে তাদের আটক করা হয়।
আটককৃতদের জয়পুরহাট সদর থানায় সোর্পদ করা হয়েছে।