মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতা:
জয়পুরহাট জেলার পার্শ্ববর্তী নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা নির্বাচন কার্যালয় এলাকা থেকে ককটেল উদ্ধার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
বৃহস্প্রতিবার সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে বুধবার রাত প্রায় ১১টায় র্যাবের একটি দল ঐ ককটেলটি উদ্ধার করে নিস্ক্রিয় করেন।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, নওগাঁ জেলার মহাদবেপুর উপজেলা নির্বাচন কার্যালয় এলাকায় ককটেল সদৃশ বস্তু থাকার সংবাদ পেয়ে র্যাব এর বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পররর্তীতে র্যাব এর বোম্ব ডিসপোজাল দল ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষা শেষে উপজেলার কুঞ্জবন এলাকায় ফাকা মাঠে নিস্ক্রিয় করে।