মনিরুজ্জামান খান গাইবান্ধা :গাইবান্ধা জেলা  পলাশবাড়ী উপজেলায় খেলতে গিয়ে এক সাথে বিষ পান করে ৫ শিশু এখন  হাসপাতালে ভর্তি। জানা যায় খেলার সময়
কীটনাশক খেতে দেখে প্রতিবেশী এতে অসুস্থ হলে শিশুদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনাটি ঘটেছে (১ জানুয়ারি) সোমবার সন্ধ্যার আগে  উপজেলার কিশোরগাড়ী ইউপির সুলতানপুর বাড়াইপাড়া গ্রামে।
অসুস্থ শিশুরা হলেন বাড়াইপাড়া গ্রামের গোলাম আযমের ছেলে আবু বক্কর( ৪), হবিবর রহমানের ছেলে তামিম (৩), হামিদুলের মেয়ে মরিয়ম (৪),,হাবিলের ছেলে নাজিম (৪) ও জেলালের মেয়ে জাফরিন (৩)।
পারিবারিক সূত্রে জানা যায়, একই গ্রামের জনৈক হামিদুল জমিতে বিষ প্রয়োগ শেষে বিষের বোতল ঘড়ের বেড়ার সাথে রাখে।খেলতে খেলতে ওই ৫ শিশু বিষের বোতল খুলে হাতের তর্জুনিতে নিয়ে মুখে দেয়।
বিষয়টি শিশুদের  অভিভাবকরা দেখতে পেয়ে চিকিৎসার জন্য তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে নিয়ে আসায় শিশুরা এখন সঙ্কা মুক্ত।ইনজেকশন স্যালাইন দেয়া হয়েছে। আশা করি দ্রুত সেরে যাবে।
Share.
Leave A Reply

Exit mobile version