বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান।
সারা দেশের ন্যায় বকশীগঞ্জে রহিমা সালাম স্কুল এন্ড কলেজে বছরের শুরুতে বিনামূল্যে নতুন পাঠ্য বই বিতরণ উৎসব পালিত হয়েছে।
সোমবার (১ই জানুয়ারি)২০২৪ইং সকালে উক্ত প্রতিষ্ঠানের ক্যাম্পাসে স্কুল কর্তৃপক্ষ বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় বিদ্যালয় প্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণ উৎসব, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণের ব্যবস্থা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রহিমা সালাম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রবিউল ইসলাম। পাঠ্যপুস্তক বিতরণের সময় রহিমা সালাম স্কুল এন্ড কলেজ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাসান বিন রফিক। উক্ত আলোচনা সবাই বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রবিউল ইসলাম, অধ্যক্ষ হাসান বিন রফিক, সাবেক অধ্যক্ষ রবিউল ইসলাম ও ব্যবসায়ী নেতা সুনীল সরকারসহ প্রমুখ। আলোচনা শেষে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, মেধাবী ও কৃতি ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ, বিনামূল্য বই বিতরণ করা হয়।