বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পুরহাটে ৫০ পিচ ট্যাপেন্টাডল সহ ৬ মাদককারবারীতে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাটের সদস্যরা।
সোমবার ১লা জানুয়ারী রাতে জয়পুরহাট সদর উপজেলার পাইকড় দাঁড়িয়া গুচ্ছ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটক মাদককারবারীরা হলো- জয়পুরহাট সদর উপজেলার পাইকড় দাড়িয়া গ্রামের মৃত মংলা কর্মকারের ছেলে শ্রী উজ্জল কর্মকার (৪২), একই গ্রামের আনারুল ইসলামের ছেলে আব্দুল মোমিন(৩০), জামাল হোসেনের ছেলে সুমন ইসলাম (২৩), জাফর আকন্দের ছেলে দেলোয়ার হোসেন (২৭), নাসির উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (১৮) ও লুৎফর রহমানের ছেলে সুমন হোসেন(৩০)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক বিষয়টি নিশ্চিত করছেন।
আটককৃতদের জয়পুরহাট সদর থানায় সোর্পদ করা হয়েছে।