কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে মাদক, জুয়া, চুরি ,ডাকাতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক পুলিশিং বিট ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১২ টায় কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে থানা হলরুমে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ মনজুর আলম পিপিএম (বার)।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলমের সভাপতিত্বে ও ওসি তদন্ত আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সারোআর আলম, (কমলগঞ্জ – শ্রীমঙ্গল সার্কেল) সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী সাবেক সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, যুবলীগ নেতা আবুল বশর জিল্লুর প্রমুখ।
এ সময় সাংবাদিক,রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।