দেওয়ান রানা, মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদন উপজেলার শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “দেওয়ান শাহীন স্মৃতি পরিষদ” এর উদ্যোগে “দেওয়ান শাহীন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে অনুষ্ঠিত বাপ্পী একাডেমি বনাম শুভাশীষ একাডেমির মধ্যকার ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় বাপ্পী একাডেমি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান (বগি) ও সাংগঠনিক সম্পাদক লিটন বাঙ্গালী, বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস, প্রভাষক (ইংরেজি) জিয়াউল হক, গোবিন্দশ্রী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ্ আলম।
বিচারকের দায়িত্বে ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ নুরুলগণি গোলাপ, অতি:সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বিপুল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক পরিতোষ দাস ও শিক্ষক আজিমুল পাশা। টুর্নামেন্ট পরিচালনায় দেওয়ান আহসানুল করিম রানা ও এস এম আকরাম।
এ সময় উপস্থিত ছিলেন, মরহুম দেওয়ানের এসএসসি ৯৬ ব্যাচের বন্ধু আব্দুল আল-মামুন (সুজাত), ইলিয়াস, সোহেল রানা, সাইফুল, টুটন, মিন্টু, সাখাওয়াত ও মরহুম দেওয়ান শাহীনের বড় ভাই দেওয়ান এনামুল করিম ছানা উপস্থিত ছিলেন।