স্টাফ রিপোর্টার : নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ভাঙ্গারি কেনার ভ্যানগাড়ি করে পাচারকালে ১১৫ বোতল ভারতীয় মদসহ চালক শাজাহান আলীকে (২৫) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে মামলা দায়েরের মাধ্যমে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
আটক শাজাহান ২নং দুর্গাপুর সদর ইউনিয়নের দাহাপাড়া গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ওই ইউনিয়নের সীমান্তবর্তী নলুয়াপাড়া এলাকার পাকা সড়কে একটি ভ্যানগাড়ি (ভাঙ্গারি কেনার) সন্দেহজনক ভাবে তল্লাসী করে বিজিবির সদস্যরা। ওই সময় ভ্যানগাড়ি থেকে ১১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। সেইসাথে ওই ভ্যানগাড়ি চালককে আটক করে ওইদিন রাতে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্গাপুর থানায় হস্তান্তর করেন। পরবর্তীতে শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে দুর্গাপুর থানা পুলিশ।
এ নিয়ে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। এরপর শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।